নিজস্ব প্রতিবেদক
ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয় আয়োজিত পবিত্র শবেবরাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক আনিসুজ্জামান সিকদার। ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বেলাল হোসেন, ফিল্ড অফিসার আব্দুর রশিদ প্রমুখ।
ইসলামিক ফাউন্ডেশন যশোরের নিজস্ব মিলনায়তনে প্রধান মেহমান ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক আনিসুজ্জামান সিকদার বলেন, একটি শ্রেণির শবেবরাত নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। শবেবরাত নিয়ে বিভ্রান্তির কিছু নেই। শবেবরাত নিয়ে হযরত আলী বর্ণিত হাদিসের উদ্ধৃতি তুলে ধরেন এবং আলেমগণকে এ বিষয়ে কথা বলার আহ্বান জানান।
আরও পড়ুন:ওমরাহ পালন নিয়ে সুখবর দিল সৌদি আরব