নিজস্ব প্রতিবেদক
যশোরের ইবনে সিনা হাসপাতালের সিকিউরিটি গার্ডের লাঠির আঘাতে ছানোয়ার হোসেন নামে এক রিকশা চালক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিমপুর ইউনিয়নের বসুপটি গ্রামের মৃত ছলেমান শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ছানোয়ার হোসেন ইবনে সিনা হাসপাতালের সামনে রোগী নিয়ে রাস্তায় রিকশা দাঁড় করান। এ সময় হাসপাতালের দায়িত্বরত সিকিউরিটি গার্ড বসুন্দিয়া গ্রামের রিয়াজ রিকশা সরাতে বলেন। এক পর্যায়ে রিকশায় লাঠি দিয়ে আঘাত শুরু করেন সিকিউরিটি গার্ড রিয়াজ। প্রতিবাদ জানালেই ওই লাঠি দিয়ে ছানোয়ার হোসেনকে বেধড়ক মারপিট করতে থাকে। এসময় ছানোয়ারের মাথায় আঘাত লেগে রক্তাক্ত জখম হন। এসময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে অন্য রিকশা চালক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে ইবনেসিনা হাসপাতালের ম্যানেজার হাসান বলেন, বিষয়টি নিয়ে তারা খতিয়ে দেখছেন।