ঢাকা অফিস
দুর্নীতির মামলায় গ্রেপ্তার পিটিআই নেতা ইমরান খানকে অবিলম্বে মুক্তি দিতে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতের সমন পেয়ে ইমরানকে হাজিরের পর প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।
আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তারের বিরুদ্ধে সাবেক ক্রিকেটারের আপিল শুনানির সময় আদালত বলেন, আল কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তার ‘অবৈধ’। তাকে ‘দ্রুত মুক্তি’ দিন।
দেশের সর্বোচ্চ আদালত এসময় সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে ইসলামাবাদ হাই কোর্টে হাজির হতে বলেন।
এই বেঞ্চে আরও রয়েছেন বিচারপতি মুহাম্মদ আলি মাজহার ও বিচারপতি আতহার মিনাল্লাহ।
এর আগে এক ঘণ্টার মধ্য আদালতে হাজির করতে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দেন আদালত। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আদালত এ বিষয়ে পরে যথাযথ আদেশ জারি করবে।’