নিজস্ব প্রতিবেদক
যশোরে ঘাতক ট্রাকের চাপায় নিহত ইমামুল হত্যার সুষ্ঠু বিচার, ঘাতক ট্রাকচালক ও ট্রাকমালিক আতিকুর রহমান লেন্টুর গ্রেফতার এবং নিহতের পরিবারের যথাযথ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনসমূহ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা “ইমামুল হত্যার বিচার চাই”, “ঘাতক ট্রাকচালক ও মালিকের গ্রেফতার চাই”, “ইমামুলের পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ চাই” এসব শ্লোগানসহ প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বক্তারা বলেন, বেপরোয়া ট্রাক চালনার কারণে ইমামুলের মতো নিরীহ তরুণকে প্রাণ দিতে হয়েছে। অথচ ঘটনার পরও ঘাতক ট্রাকচালক ও মালিকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
