নিজস্ব প্রতিবেদক: ইমাম সম্মেলনে বক্তারা বলেছেন, ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই। জঙ্গীবাদ ও গুজব একটি সামাজিক সমস্যা। তাই এগুলো যাতে সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে সেজন্য ইমাম ও খতিবগণ এসব বিষয়ে প্রাক-খুতবায় আলোচনা করে মুসল্লীদের সচেতন করবেন।
বুধবার সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন যশোরের উদ্যোগে নিজেস্ব মিলনায়তনে সদর উপজেলা পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইমাম ও মুয়াজ্জিনগণ প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আর্থ-সামাজিক কর্মকান্ডে ব্যাপক ভূমিকা রাখতে পারেন। ইমাম ও খতিবগণ করোনার এই সময়ে সরকারের বিভিন্ন নির্দেশনা মুসল্লীদের মাঝে ছড়িয়ে দিতে ব্যাপক ভূমিকা রাখছেন।
ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শেখ সাজ্জাদ হোসেন, সিনিয়র মৎস্য অফিসার সাইদুর রহমান, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা ইয়াছিন আলম ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার আব্দুর রশিদ।
সম্মেলনে আর্থ-সামাজিক কর্মকান্ডের পাশাপাশি ইমাম ও খতিবগণ সরকারি নির্দেশনা অনুযায়ী সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জুম্মার প্রাক-খুতবায় আলোচনা রাখার আহ্বান জানান অতিথিবৃন্দ। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে সদর উপজেলার এ সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন যশোর কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা ইয়াছিন আলম।