নিজস্ব প্রতিবেদক
ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে যশোর জেলা। বুধবার খুলনা জেলা স্টেডিয়ামে চুয়াডাঙ্গার জেলাকে পরাজিত করে ‘ক’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠার লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেছে তুষার ইমরান-সৈয়দ রাসেলের উত্তরসূরিরা।
বৈরী আবহাওয়ার কারণে ৩৪ ওভারে নেমে আসা ম্যাচে ১৮৪ রান করে জয়ের ভিত গড়ে দিয়েছিল যশোরের ব্যাটাররা। সেই ভিতের উপর দাঁড়িয়ে ব্যাটারদের জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি। চুয়াডাঙ্গাকে শেষ বলে ১৪৫ রানে গুটিয়ে দিয়ে ৩৯ রানের জয় তুলে নেয় গৌতম দত্তের শিষ্যরা।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় যশোরের অধিনায়ক সানোয়ার হোসেন। ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু এনে দেন যশোরের দুই ওপেনার মাহিনুর রহমান ও মুবতাসিম সাদিক। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৯ ওভার ৩ বলে শতরান তোলে যশোর। তবে ২২ ওভার ৩ বলে রান আউটে কাটা পড়ে সাদিক ফিরলে ভাঙ্গে ১২৬ রানের জুটি। তবে দুই রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে সাদিক। ৫৯ বলে ৪টি চার ও ১টি ছয়ে ৪৮ রান করে সাজঘরে ফেরে এ ওপেনার। সাদিক অর্ধশতক হাতছাড়া করলেও মাহিনুর ব্যক্তিগত ফিফটি তুলে নেন। দলের সংগ্রহ দেড়শ পার করে ফেরেন মাহিনুর। ফেরার আগে ৯৪ বলে ১২টি চার ও ১টি ছয়ে ৭৫ রান করেন। এই দুজনের সাথে কাবিদ আল সিয়াম ৩৩ বলে ২টি চার ও একটি ছয়ে ২৮ রান করলে ৩৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রানের পুঁজি পায় যশোর।
বল হাতে চুয়াডাঙ্গার আহনাফ লাবিব ২৪ রানে ২টি ও আফিফ জামান একটি উইকেট দখল করেন।
ব্যাটারদের মতো বোলারও দারুন শুরু এনে দেন যশোরকে। ৪ ওভারে ১০ রানের মধ্যে চুয়াডাঙ্গার দুই ওপেনারকে সাজঘরে ফেরত পাঠায়। পরে এই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি তারা। শেষ বলে অল আউট হওয়ার হওয়ার আগে তারা করতে পারে ১৪৫ রান। ব্যাট হাতে চুয়াডাঙ্গার আহনাফ লাবিব ৩৩ বলে ৮টি চার ও ১টি ছয়ে ৪২, আফিফ জামান ৩৪ বলে ৪টি চারে ২৪ ও আফিস হোসেন ১৭ রান করেন।
বল হাতে যশোরের ফারহান সিদ্দিকী ৭ ওভারে ১৯ রানে ৪টি, সানোয়ার হোসেন ২টি, আফিস জামান, আবির পাল ও সাকিবুর রহমান ১টি করে উইকেট দখল করেন।
২০ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে যশোরের প্রতিপক্ষ সাতক্ষীরা।
