নিজস্ব প্রতিবেদক
পৃথক অভিযানে ৩১০ পিস ইয়াবাসহ বাবা ও মেয়েকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা। আটককৃতরা হলেন, শহরের শংকরপুর রামকৃষ্ণ মিশন রোডের ইবাদ আলী ও তার মেয়ে পপি বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের ডিডি আসলাম হোসেন জানান, তাদের কাছে খবর আসে রামকৃষ্ণ মিশন এলাকায় বাবা মেয়ে মাদকের রমরমা ব্যবসা করছে। তারই পরিপ্রেক্ষিতে গত বুধবার বেলা ১১ টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে ইবাদের বাড়ির সামনে থেকেই তাকে আটক করা হয়। এসময় লুঙ্গির ভাজের মধ্যে থেকে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে দুপুর ১টার দিকে ফের তার বাড়ি ঘেরাও করা হয়। পরে পপির ঘর থেকে পপিকে আটক করা হয়। তার সেলোয়ার কামিজের পকেট থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।