নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদক কারবারি আটক হয়েছে। মঙ্গলবার পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দিয়ে গতকালই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ি পুলিশের এসআই সাইদুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁচড়া চেকপোস্ট এলাকার সুস্মিতা ঘোষ ডেয়ারির সামনে থেকে আব্দুল আজিজকে দুইশ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি ঝিকরগাছা উপজেলার কুমড়ি গ্রামের পূর্বপাড়ার মৃত জোহর আলীর ছেলে।
অপরদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মাসুদ পারভেজের নেতৃত্বে একইদিন সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাশিমপুর গ্রামের মধ্যপাড়ার নিজ বাড়ি থেকে ৭৫০ পিস ইয়াবাসহ শাওন হোসেন ওরফে বড় বাবুকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আরাফাত হোসেনের ছেলে।