নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা শোয়াইব হোসেন বলেছেন, ফিলিস্তিনের আল আকসা মসজিদ মুসলমানদের প্রথম কেবলা। আল আকসা মুসলমানদের পুণ্যভূমি। এটি মুসলিম উম্মাহর সম্পদ। এই সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, গোটা মুসলিম উম্মাহর। দীর্ঘ আট দশক ধরে দখলদার ইসরাইল গাজা দখল করে হত্যাষজ্ঞ চালিয়ে আসছে। আর ইসরাইলকে সহায়তা করছে পশ্চিমাগোষ্ঠী। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার সমাধান হবে না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইসরাইলের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।
শুক্রবার বিকালে শহরের দড়াটানায় ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর শাখার উদ্যোগে এই সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মিয়া মো. আবদুল হালিম।
সমাবেশে প্রধান অতিথি মাওলানা শোয়াইব হোসেন বলেন, স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা চালিয়ে নিরীহ মানুষদের হত্যা করছে। ইসরাইল নামে কোন রাষ্ট্রের অস্তিত্ব ছিলনা। পশ্চিমারা তাদেরকে মানবতার কথা বলে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার অনুরোধ করে। সেই আশ্রিত ইসরাইল এখন পুরো ফিলিস্তিনিদের জিম্মি করে দেশ দখল করে নিয়েছে।
এর সুষ্ঠু সমাধান হলো ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা। মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হলে মুসলিম রাষ্ট্রসহ জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আবদুল হালিম, মফিজুল আলম খোকা, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার, এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম মহাসিন শেখ, সাংগঠনিক সম্পাদক মুফতি আবুজার, গাজী শহিদুল ইসলাম, কামরুজ্জামান, ডা. আবু নছর, আশিক বিল্লাহ, সেলিম আহমেদ, হাফেজ আবদুর রশিদ, আবদুল আউয়াল প্রমুখ।