নিজস্ব প্রতিবেদক
ইসলামিক ফাউন্ডেশন যশোরের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
পবিত্র আশুরা ১৪৪৫ হিজরী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, কারবালার ঘটনা ঈমান ও ঈমানী চেতনার উপর অবিচল থাকার শিক্ষা দেয়। এইদিন ইমাম হুসাইন (রাঃ) হক, ন্যায়নীতি ও ঈমানী চেতনার উপর অবিচাল থেকে স্বপরিবারে শাহাদাত বরণ করেছিলেন। কারবালার ইতিহাস ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন। আলোচনা করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুর রশিদ ও মাস্টার ট্রেইনার মাওলানা আশরাফ আলী। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।