নিজস্ব প্রতিবেদক
ইসলামিক ফাউন্ডেশন যশোরের আয়োজনে জান্নাতের নারীদের নেত্রী হযরত ফাতেমা (রা:) এর জীবনী সম্পর্কে আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর ইসলামিক ফাউোন্ডশন যশোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকরামুল ইসলাম শাওন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন কাজী নজরুল ইসলাম কলেজের প্রভাষক ড. মোয়াজ্জেমা আখতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলার ফিল্ড অফিসার মো. সোলায়মান। আলোচনা সভায় যশোর জেলার পাঁচশতাধিক ধর্মপ্রাণ মহিলা অংশ গ্রহণ করেন।