নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের মোহাম্মদ ইসহক-নুরুজ্জামান খান প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার যশোর আইনজীবী সমিতির ১ নম্বর ভবনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান ইসমত হাসারের হাতে এ মনোনয়নপত্র জমা দেন। আজ ১১ নভেম্বর বিকেল ৩ টা পর্যন্ত সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে।
প্রার্থীরা হলেন, সভাপতি পদে মোহাম্মদ ইসহক, সহসভাপতি প্রার্থী নাসিম বাবু ও গাজী মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক প্রার্থী নুরুজ্জামান খান, যুগ্ম সম্পাদক প্রার্থী জুলফিকার আলী জুলু, সহকারী সম্পাদক প্রার্থী করিম মন্ডল ও তাহমিদ আকাশ, গ্রন্থাগার সম্পাদক প্রার্থী মুন্তাকিম মোস্তফা খান এবং সদস্য প্রার্থীরা হলেন মুজিবর রহমান, নাইমুজ্জামান, রবিউল ইসলাম খোকন, সাবিহা সুলতানা ও এনামুল আহসান টুটুল।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, জাফর সাদিক, আব্দুল মোহায়মেন, মাহাবুবুর রহমান, দেবাশীষ দাস, সৈয়দ সাবেরুল হক সাবু, আরএম মঈনুল হক খান ময়না, আবু মুরাদ, এমএ গফুর, আমিনুর রহমান, মহসিন আলী, আরিফুল ইসলাম শান্তি, গোলাম হেকমত, শহিদুল মাস্টার, এসএম আব্দুর রাজ্জাক, নূর আলম পান্নু প্রমুখ।
আগামী ২৬ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। এরই মধ্যে প্রার্থীরা নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়পত্র জমা দেয়া যাবে ১১ নভেম্বর বিকেল ৩ টা পর্যন্ত। ১৩ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাচাই শেষে ওই দিন সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৭ নভেম্বর বিকেল ৩ টার মধ্যে। ২৬ নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এবার সমিতির ৫০৫ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।