ক্রীড়া প্রতিবেদক: ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সিলেট ও রাজশাহী বিভাগের মধ্যেকার দু’দিনের ম্যাচটি ড্রয়ে শেষ হয়েছে। রোববার শেষ দিনে যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে সিলেট তাদের দ্বিতীয় ইনিংসে ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৩ রান করার পর ড্র মেনে নেয় দুই দলের অধিনায়ক।
ড্র হলেও ম্যাচ থেকে ১৬ পয়েন্ট ঘরে তুলেছে রাজশাহী। অন্যদিকে সিলেট ঘরে তুলেছে আট পয়েন্ট।
শনিবার ম্যাচের প্রথমদিনে ১৩ রানের লিড নিয়ে রোববার দ্বিতীয় দিন শুরু করে রাজশাহী। তারা এদিন সব ক’টি উইকেট হারিয়ে দলীয় স্কোরে আরও ১৫৭ রান যোগ করে। ফলে প্রথম ইনিংসে তাদের দলগত স্কোর দাঁড়ায় ২৬৯ রানের।
প্রথম দিনেই রাজশাহীর আহসান আল মুমিন ৪১ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে তিনি নিজের শতক পূর্ণ করার পাশাপাশি করেন ১১৬ রানের নান্দনিক ইনিংস। এ রান সংগ্রহের পথে তিনি খেলেন ২৩৫ বল। হাঁকান ১৯টি বাউন্ডারির পাশাপাশি একটি ওভার বাউন্ডারি। এছাড়া আগের দিন ৫৩ রানে অপরাজিত থাকা ব্যাটার আহমেদ সালেকিন এদিন থামেন ৮৪ রানে। এ রান সংগ্রহের পথে তিনি ১৬৬ বল খেলে হাঁকান ১৪টি বাউন্ডারি।
বল হাতে সিলেটের পক্ষে ছোটন মিয়া এদিন আরও দু’টি উইকেট দখল করেন। এই ম্যাচে তার উইকেট দখলের সংখ্যা দাঁড়ালো পাঁচটি। সমসংখ্যক উইকেট নিয়েছেন রেদুয়ান আহমেদ রাফি।
সিলেট বিভাগ নিজেদের দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে। ঘড়ির কাঁটা যখন বিকেল ৪টা একুশ মিনিট। তখন দু’দলই বুঝে নেয় এ ম্যাচ ড্র ছাড়া আর কোন গন্তব্য নাই। তখন দু’দলই ড্র মেনে নিয়ে খেলা শেষ করে।
বল হাতে রাজশাহীর পক্ষে ফেরদৌস হাসান নেন তিনটি উইকেট। একটি উইকেট দখল করেন ইয়াকুব আল আকন্দ। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন রাজশাহী বিভাগের আহসান আল মুমিন।
দু’দিন বিরতির পর আগামী ১৬ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ঢাকা বিভাগ নর্থ ও ঢাকা মেট্রো।