ক্রীড়া প্রতিবেদক: ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের দুই দিনের ম্যাচে জয় পেয়েছে ঢাকা মেট্রো। বৃহস্পতিবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ঢাকা উত্তরকে হারিয়েছে ইনিংস ও ৬৬ রানে।
এই জয়ে ঢাকা মেট্রো নিজেদের ঘরে তুলে নিয়েছে ১৬ পয়েন্ট। বড় ব্যবধানে পরাজিত হলেও ঢাকা বিভাগ নর্থ এ ম্যাচ থেকে সংগ্রহ করেছে দু’টি পয়েন্ট।
ঢাকা মেট্রোর প্রথম ইনিংসের ২৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে ঢাকা উত্তরের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৪১ রানে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও প্রতিরোধ করতে পারেনি ঢাকা উত্তর। ম্যাচ শেষ হওয়ার ৮ মিনিট আগে অল আউট হয়ে যায় তারা। দ্বিতীয় ইনিংসে ৬২ ওভার ২ বলে করতে পারে ১৩৫ রান।
প্রথম ইনিংস ২৫ রানে ওপেনিং জুটি হলেও দ্বিতীয় ইনিংস শুরু ছিল ভয়াবহ। ১৫ রানে সাজঘরে ফিরে যায় দুই ওপেনার। এরপর পাল্টা আক্রমনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে দলীয় অধিনায়ক আহসানুল হক। ৩৪ বলে ৭ চারে ৩১ রান ফিরলে ভাঙ্গে সেই প্রতিরোধ। এরপর আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। ১০ রান ৩ ওভারের ব্যবধানে হারিয়ে ফেলে আর দুই উইকেট। এরপর রাকি হাসান রাকিব লোয়ার অর্ডার ব্যাটার নিেেয় চেষ্টা করলে শেষ রক্ষা করতে পারেনি। রাকিব ১১০ বলে ৬ চারে ৩৫ রান করে। এর পাশে নাইম হাসান ও তাফিমুল আহমেদ ১২ রান করে।
ঢাকা মেট্রোর সাইমুল আলিফ ৩৪ রানে ৫টি উইকেট। এর আগে সাইমুল প্রথম ইনিংসে ৭ রানে ৪টি উইকেট দখল করে। এর আগে ব্যাট হাতে সাইমুল অপরাজিত ৬০ রান করে। এইমন দুর্দান্ত পারফরম্যান্সের পর বিচারক মন্ডলীর ম্যাচ সেরা খেলোয়াড় নিয়ে ভাবতে হয়নি। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছে এই অফ স্পিন বোলিং অলরাউন্ডার।
৮.৩ ওভারে ৬ মেডেনসহ ৮ রানে ৬ উইকেট নিয়ে ঢাকা উত্তরকে দ্রুত গুটিয়ে দেয়া লেগ স্পিনার নাঈম ইসলাম দ্বিতীয় ইনিংসে নেয় ৩ উইকেট। এরপাশে সাবিক আল সামান ও আদ্রিত্র ঘোষ ১টি করে উইকেট নেয়।
প্রথম ইনিংসে ঢাকা উত্তরের ফাহাদ বিশ্বাস জলিল ১৬ রান করে। এছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি। এর মধ্যে ছয়জন ফিরেছেন শূন্য রানে।