নিজস্ব প্রতিবেদক: ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের দুই দিনের ম্যাচের প্রথম দিনের অর্ধেক সময় বৃষ্টির পেটে গেছে। লাঞ্চের এক ঘন্টা পর বৃষ্টি শুরু হয়। পরে থামলেও আর মাঠ খেলার উপযোগী করা যায়নি। মাঠের যা অবস্থা তাতে আজও বল মাঠে গড়ানো কিনা তা নিয়ে শঙ্কিত দুই খেলোয়াড়-কর্মকর্তা।
বৃষ্টির আগে খুলনা তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ১২৪ রান করতে। যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে খুলনার প্রতিপক্ষ ছিল সিলেট বিভাগ।
রোববার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে দারুণ শুরু করে দুই ওপেনার সানজিদ রাজ ও রুবায়েত ইসলাম সিয়াম। ১৮ ওভার ১ স্থায়ী জুটিতে দুজনে যোগ করেন ৬০ রান। সিয়াম ৫৩ বলে ৬ চার ও এক ছয়ে ৩৭ রান করে রেদওয়ান আহমেদ রাফির বলে সাজঘরে ফিরলে ভাঙ্গে এই জুটি। তিন বল পর নতুন ব্যাটার তুর্য সরকারকে রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরত পাঠায় ডানহাতি অফ স্পিনার রাফি। দলের খাতায় এক রান যোগ হলে সাজঘরে ফিরে যায় রাজও। দ্বিতীয় ওভার করতে এসে সানজিদ রাজকে বোল্ড করে রাফি। রাজ ৭২ বলে তিন চারে ২৩ রান করে। রাফির পর উইকেট শিকারে যোগ দেয় ডানহাতি পেসার মাজহারুল ইসলাম আরিয়ান ও হারুনর রশিদ। আর এতেই বিনা উইকেটে ৬০ রান থেকে ৮১ রানে ৭ উইকেটের দলে পরিণত হয় খুলনা। তবে অষ্টম উইকেটে নাফেজুর রহমান ও রাকিব হাওলাদার ৪৩ রানে জুটির বিপর্যয় রোধ করে। এই দুজন ক্রিজে প্রায় ১৩ ওভার কাটিয়ে দেয়। এরপরই শুরু হয় বৃষ্টি। নাফেজুর ৪০ বলে ৫চার ও ১ ছয়ে ৩৯ ও রাকিব হাওলাদার ৮ রানে আজকের খেলা শুরু করবে।
সিলেটের রেদওয়ান আহমেদ রাফি ১৭ ওভার হাত ঘুরিয়ে ৩০ রানে ৪টি, মাজহারুল ইসলাম আরিয়ান ২টি ও হারুনর রশিদ একটি উইকেট দখল করে।