ক্রীড়া প্রতিবেদক: ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের দক্ষিণাঞ্চলের চুয়াডাঙ্গা ভেন্যুর উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে যশোর জেলা। শনিবার চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে তারা ৪৪ রানে নড়াইল জেলাকে পরাজিত করে।
টসে জিতে নড়াইল জেলা দলের অধিনায়ক সজিব যশোরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান করে যশোর। জবাবে ব্যাট করতে নামা নড়াইলকে ২৬ ওভার ২ বলে ১০৩ রানে গুটিয়ে দেয় যশোরের বোলাররা।
ব্যাট হাতে যশোরের পক্ষে মুন হোসেন ৬০ বলে দুই চারে সর্বোচ্চ ২৯, সোহানুর ইসলাম ২১, সোহানুর রহমান ও রাহুল হোসেন ১৬ রান করে।
নড়াইলের বল হাতে রাব্বি হোসেন ও মেহেরাব হোসেন ২টি করে উইকেট দখল করে।
নড়াইলের পক্ষে ব্যাট হাতে তমাল দাস সর্বোচ্চ ২০ ও রাব্বি হোসেন ১৮ রান করে।
যশোরের পক্ষে বল হাতে আজিজুল হাকিম তামিম ১৭ রানে ৫টি, বাঁহাতি পেসার রাহুল হোসেন ও রফিকুল ইসলাম রিফাত ২টি করে উইকেট দখল করে।
যশোর আগামী বুধবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ঝিনাইদহ জেলার মুখোমুখি হবে।