নিজস্ব প্রতিবেদক: ঈদকে সামনে রেখে যশোরের ব্যবসায়ীরা পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। রোববার দুপুর ২টার দিকে কোতোয়ালি মডেল থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল বেলাল হোসাইন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান, পরিদর্শক আলমগীর হোসেন, সদর ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম চৌধুরী, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের পক্ষে মফিদুল হক রাজু, তন্ময় সাহা, রকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়, রাজা হোসেন, শাহজাহান কবির শিবলু, আকসাদ সিদ্দিকী শৈবাল, মীর মোশারফ হোসেন বাবু ও নেছার আহম্মেদ মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা জানান, প্রতিবছর তারা লক্ষ্য করেন যশোরে ঈদের বাজারে নারী পকেটমারদের দৌরাত্ম্য বেড়ে যায়। বোরকা পরা এসব পকেটমার ঈদের কেনাকাটা করতে আসা নারীদের টার্গেট করে থাকে। তারা ভেনেটিব্যাগে অথবা পরণের কাপড় ব্লেড দিয়ে কেটে টাকা পয়সা, মোবাইল ফোনসেট এবং গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এই কঠোর নজরদারির মাধ্যমে নারী পকেটমারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে। এছাড়া বাজারের ভেতর মোটরসাইকেল ও রিকশাসহ অন্য যানবাহন বন্ধের দাবি জানানো হয়েছে। বাজারে প্রবেশের প্রতিটি প্রবেশ মুখে ব্যারিকেড দিতে বলা হয়। শুধুমাত্র মানুষ পায়ে হেঁটে বাজারের ভেতর প্রবেশ করতে পারবে। পুলিশকে এ কাজে সহায়তার জন্য ব্যবসায়ীরা প্রবেশ মুখগুলোতে দু’জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ দিবেন।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি তাজুল ইসলাম বলেন, ব্যবসায়ীরা বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের এই দাবি পূরণে পুলিশ কাজ করবে।