নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যশোরে সাড়ে ৬শ দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের রাজারহাট নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মা-অমি লেদার এন্ড ফিস ফার্মের আয়োজনে এই ঈদবস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা এবছর কোন ইফতার মাহফিলের আয়োজন না করে হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঈদের আনন্দ থেকে যাতে ছিন্নমূল মানুষেরা বঞ্চিত না হয়, সকলে একসাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারে এটিই আমাদের প্রয়াস।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় দরিদ্র মানুষের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবছর প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছিলেন ইফতার মাহফিল না করে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি প্রধানমন্ত্রীর সেই আহ্বানকে শ্রদ্ধা জানিয়ে এই উদ্যোগ নিয়েছি।
বস্ত্রবিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুয়াদা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি শেখ মাসুদুর রহমান রানা, রামনগর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ অপু, আফজাল বিশ্বাস, আলাউদ্দিন হোসেন, বাজার ব্যবসায়ী কমিটির নেতা আবু সাঈদ স্বপন, ছাত্রলীগ নেতা আব্দুল আহাদ, শাহিদুল ইসলাম, মারুফ হোসেন, রকি হোসেন প্রমুখ।