নিজস্ব প্রতিবেদক
যশোরে ছুরিকাঘাতে ইয়াসিন আরাফাত (২৪) নামে এক যুবক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে সদরের পুলেরহাট কৃষ্ণবাটিতে। তিনি ওই এলাকার বাসিন্দা। আহত ইয়াসিন জানান, মন্ডলগাতি এলাকার মহিফুল ইসলাম তার নামে বিভিন্ন প্রোপাগান্ডা (গুজব) ছড়িয়ে আসছিল। বিষয়টা তিনি জানতে গেলে সে তাকে ছুরিকাঘাত করে।
এদিকে ছিনতাইকারীর কবলে পড়ে নাজমুল হাসান নাহিদ (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে শহরের এইচএমএম রোডস্থ বিউটি সু’র পিছনে। তিনি শহরের ঘোপ জেল রোড এলাকার বাসিন্দা।
নাহিদের স্ত্রী নীলিমা বেগম জানান, সন্ধ্যায় ঈদের কেনাকাটা করতে তারা এইচএমএম রোডে আসে। এ সময় তার স্বামী নাহিদ প্রসাব করতে বিউটি সু নামের দোকানের পিছনে গেলে অজ্ঞাত কয়েকজন তাকে ছিনতাইয়ের উদ্দেশ্য মারধর করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, ইয়াসিনের বাম হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আর নাহিদের নাকেসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা জখম রয়েছে। দুইজনের অবস্থা অশঙ্কাজনক।