ধর্ম ডেস্ক
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন ২০২৩ সালের পবিত্র ঈদুল ফিতরের চাঁদ কবে ওঠবে। শুধু দিন নয়, ১৭ দিন আগেই কখন, কোন সময়ের কত মিনিটে চাঁদ ওঠবে সেটিও জানিয়েছেন তারা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।
আল আরাবিয়ার জানিয়েছে, আমিরাত এস্ট্রোনমি সোসাইটির বোর্ড অব ডাইরেক্টর ইব্রাহিম আল-জারওয়ান চাঁদ ওঠার ব্যাপারে বলেছেন, ‘রমজান মাসের পূর্ণ চাঁদ দেখা যাবে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটে। অপরদিকে শাওয়াল মাস অর্থাৎ ঈদের চাঁদের জন্ম হবে ওই একই দিন বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৮টা ১৩ মিনিটে। ওইদিন সূর্য অস্ত যাওয়ার ২২ মিনিট পর্যন্ত চাঁদটি দেখা যাবে।
মানে তার হিসাব অনুযায়ী, আগামী ২১ এপ্রিল আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। যদি আরব আমিরাত সরকার ওইদিন চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত করে ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়, তাহলে দেশটির বাসিন্দারা চারদিনের ছুটি পাবেন।
আরও পড়ুন:রমজানে যেসময়ে দোয়া কবুল হয় বেশি