কল্যাণ ডেস্ক
ঈদের ছুটিতে সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এসব দুর্ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গত মঙ্গলবার থেকে শনিবার (১ জুলাই) পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ : ঈদের ছুটিতে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। বগুড়ার শিবগঞ্জ এবং কাহালুতে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর এলাকার কিশোর আল আমিন, বাসের হেলপার রাসেল, বগুড়া সদরের জহুরা বেওয়া, শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের ইমাম মোস্তফা কামাল এবং কাহালু উপজেলার সাইফুল ইসলাম।
রাজধানীতে সড়কে ঝরল ৩ নারীর প্রাণ : রাজধানীর উত্তরায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ২ নারী নিহত হয়েছেন। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মনি আক্তার। তিনি পরিবারসহ দক্ষিণ খানের দক্ষিণগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এ ছাড়া, রাজধানীর কুর্মিটোলা এলাকায় গত শুক্রবার মধ্যরাতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণী নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গাড়ি ও এর চালককে আটক করেছে পুলিশ।
মোটরসাইকেল নিয়ে রাতে ঘুরতে গিয়ে সড়কে গেল ২ বন্ধুর প্রাণ : মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত হয়েছে। তাদের সঙ্গে থাকা আরেক কিশোর আহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বেশনাল চৌরাস্তা সংলগ্ন এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- দিঘিরপাড় এলাকার দুলাল দেওয়ানের ছেলে জিসান রাজা ও একই এলাকার খোরশেদ মালতের ছেলে আপন মালত।
ফুলবাড়ীতে একই স্থানে পরপর ৯টি সড়ক দুর্ঘটনা, নিহত ১ : দিনাজপুরের ফুলবাড়ীতে বৈরী আবহাওয়ার কারণে একই স্থানে পাঁচ ঘণ্টার ব্যবধানে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসসহ পরপর নয়টি যানবাহন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় এক নারী নিহত ও গুরুতর দুজনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার বিজিবি ক্যাম্পসংলগ্ন ডাঙাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাগুলো ঘটে। নিহত ওই নারীর নাম রহিমা বেগম। তিনি কাহারোল উপজেলার তারাগাঁও ইউনিয়নের সাহাড়পুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
টাঙ্গাইলে ঘুরতে গিয়ে বাসের ধাক্কায় দুই বন্ধুসহ নিহত ৩ : টাঙ্গাইলের কালিহাতীতে ঈদ উপলক্ষে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার যাত্রী দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশার চালক বাবু মিয়া, আওয়াল মিয়া ও মো. ফকর মিয়া।
সেলফি তুলতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ তরুণ নিহত : লক্ষ্মীপুরে সেলফি তুলতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাফায়েত হোসেন ও রাজন হোসেন নামের দুজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরগুনায় প্রাইভেটকার চাপায় যুবক নিহত : বরগুনার আমতলীতে প্রাইভেটকার চাপায় কামাল হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুন) রাতে আমতলী-পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কামাল হাওলাদার উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামের ধলাই হাওলাদারের ছেলে।
মোটরসাইকেলের ধাক্কায় ২ স্কুলছাত্র নিহত : মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান ও বিজয় নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলার দরবেশপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সাদাত নামের আরও এক স্কুলছাত্র আহত হয়েছে।
কসবায় পিকআপ চাপায় নারীর মৃত্যু : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপ চাপায় জুলেখা বেগম নামে এক নারী মারা গেছেন। গত বুধবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। জুলেখা বেগম সৈয়দাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত বজলুর রহমানের স্ত্রী।
ট্রাকচাপায় প্রাণ গেল গার্মেন্টকর্মীর : স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে কর্মস্থল ঢাকা থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফিরছিলেন গার্মেন্টকর্মী মাহতাব মোল্লা। নিজ জেলা সিরাজগঞ্জ আসার পরই ট্রাক কেড়ে নিল তার প্রাণ। এতে আহত হন মোটরসাইকেলের অন্য আরোহী উজ্জ্বল শেখ। গত মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ায় অটোরিকশা ও ভটভটি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩ : বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন দুজন। গত মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার এরুলিয়া এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকার রাশেদ শেখের দুই মেয়ে সাত বছর বয়সী আশামনি ও তিন বছরের খাদিজা এবং কাহালুর নারহট্ট এলাকার অটোরিকশাটির চালক আমিনুর ইসলাম তোতা।
হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত : কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশার চাপায় মোটরসাইকেলচালক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আজিজুর রহমান আকন্দ সোহাগ। চরকাওনা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন তিনি।
নওগাঁয় বাস-মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে আহত ২০ : নওগাঁ শহরের আবদুল জলিল পার্ক এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ২০ জন। গত শুক্রবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জে বাস খাদে পড়ে আহত ৩০ যাত্রী : গোপালগঞ্জে সদর উপজেলায় বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। গত শুক্রবার সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে উপজেলার উলপুর টোল অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে।