কল্যাণ ডেস্ক
ঈদের বাজার সামনে রেখে নতুন স্মার্টফোন বাজারে ছাড়তে এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয় শীর্ষ ব্র্যান্ডগুলো। তবে এবারের চিত্রটা খানিকটা ভিন্ন। এবারের ঈদে নতুন কোনো স্মার্টফোন ছাড়েনি সিম্ফনি, ওয়ালটন, নকিয়া, শাওমির মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলো।
এসব ব্র্যান্ডের ফোন দেশে তৈরি হলেও নতুন ফোন না ছাড়ার কারণ হিসেবে জানা গেছে, বাজারে স্মার্টফোনের চাহিদা বিগত বছরের তুলনায়ও অনেক কম। মূলত বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও ডলারের বাড়তি দামের পাশাপাশি নতুন করে ভ্যাট আরোপ করায় স্মার্টফোনের দাম এখন গড়ে ৩০ থেকে ৩৫ শতাংশ বেড়েছে। এ ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধিতে অধিকাংশ মানুষেরই জরুরি ভোগ্যপণ্য ক্রয়ে কাটছাঁট করতে হচ্ছে। এ অবস্থায় স্বভাবতই কমেছে স্মার্টফোনের চাহিদা।
এদিকে আবার ডলার সংকটে স্মার্টফোন নির্মাণে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিও বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সংখ্যায় স্মার্টফোন তৈরিও কমেছে। তবে এমন সংকটের মধ্যেও বাজারে এসেছে স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি প্রভৃতি ব্র্যান্ডের নতুন স্মার্টফোন।
স্যামসাংয়ের ২০০ এমপি ক্যামেরার ফোন
স্যামসাংয়ের ভাঁজযোগ্য ডিভাইসের পর সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ সিরিজ হচ্ছে ‘গ্যালাক্সি এস’ সিরিজ। দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট এবার এনেছে গ্যালাক্সি এস২৩ সিরিজ। বাড়তি বাজেটের এ ফোনে থাকছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার চমক। নতুন সিরিজটিতে তিন স্মার্টফোন এস২৩, গ্যালাক্সি এস২৩+ ও গ্যালাক্সি এস২৩ আল্ট্রা উন্মোচন করেছে স্যামসাং।
নতুন এ ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। হাত থেকে পড়ে গেলেও ফোনের ক্ষতি হওয়া থেকে সুরক্ষা দেবে এর গরিলা গ্লাস ভিক্টাস ২। দেশের বাজারে মিলছে গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ডিভাইসটি যাতে ৬.৮ ইঞ্চি স্ক্রিন। অ্যান্ড্রয়েড ১৩, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১২জিবি র্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ।
আরও পড়ুন: যেভাবে মোবাইল ফোন আমাদের মস্তিষ্ককে পরিবর্তন করছে
এ ছাড়া রয়েছে ১২ এমপি এবং ১০ এক্স অপটিক্যাল জুমসহ ১০ এমপি টেলিফটো ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি। থাকছে ফাস্ট ওয়্যারলেস চার্জিং ও রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। ডিভাইসটির ২৫৬জিবি সংস্করণের দাম ১ লাখ ৯৮ হাজার টাকা।
১০০ এমপি ফোন এনেছে অপো
অপো এনেছে বেশ কয়েকটি মডেলের স্মার্টফোন। এর মধ্যে পাবেন ৪০এক্স মাইক্রোলেনসসহ ১০০ মেগাপিক্সেল ক্যামেরার অপো ‘রেনো এইটটি’ মডেলও। ডিভাইসটিতে আছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা।
অ্যান্ড্রয়েড ১৩ নির্ভর কালারওএস১৩ চালিত ডিভাইসটিতে রয়েছে মিডিয়াটেকের হেলিও চিপসেট, অক্টাকোর প্রসেসর, মালি জি৫৭ জিপিইউ, ৮ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, ৬.৪৩ ইঞ্চি আই কেয়ার ডিসপ্লে। সানসেট অরেঞ্জ ও স্টারি ব্ল্যাক এই দুটি রঙে পাওয়া যাচ্ছে। ৩৩ ওয়াট সুপারভুকসহ ৫০০০ এমএএইচ ব্যাটারিসহ দাম ৩০ হাজার ৯৯০ টাকা।
এ ছাড়া এ৭৭ এবং এ৭৭এস নামে আরও দুটি মডেলের স্মার্টফোন এনেছে কোম্পানিটি। এ৭৭এস ডিভাইসটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চি ডিসপ্লে, ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং প্রযুক্তি, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল (এফ/১.৮) মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল (এফ/২.৪) ডেপথ ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল (এফ/২.০) ফ্রন্ট ক্যামেরা। দাম ২৪ হাজার ৯৯০ টাকা।
এ৭৭ মডেলের ডিভাইসটিতে রয়েছে হেলিও জি৩৫ ১২এনএম চিপসেট, ১২৮ জিবি স্টোরেজ (রম), ৪ জিবি র্যাম, (৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে)। কালারওএস ১২.১ ও অ্যান্ড্রয়েড ১২ চালিত ডিভাইসটিতে আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং। ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লেসমৃদ্ধ ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা, সঙ্গে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দাম ২২ হাজার ৯৯০ টাকা।
ভিভোর নতুন দুই
ভিভো সর্বশেষ এনেছে ভি২৭ই ও ভি২৭ নামে নতুন স্মার্টফোন। উভয় স্মার্টফোনে রয়েছে পোর্ট্রেট ফটোগ্রাফি ও অরা লাইট। এই লাইট স্বয়ংক্রিয়ভাবে আলোর তীব্রতা ও স্বল্পতা অনুসন্ধান করে প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করতে সক্ষম।
ভি২৭ই-তে রয়েছে ৬৪ এমপি ওআইএস আল্ট্রা সেন্সিং রেয়ার ক্যামেরা, ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা, ২ এমপি বোকেহ এবং ২ এমপি মাইক্রোক্যামেরা। ভিভো ভি২৭ ৫জি স্মার্টফোনে রয়েছে সনি আইএমএক্স৭৬৬ভি সেন্সরসমৃদ্ধ ৫০ মেগাপিক্সেল ওআইএস রেয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ এমপি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ এমপি মাইক্রোক্যামেরা।
চলন্ত অবস্থায় কাঁপাকাঁপি ছাড়াই ছবি তোলা কিংবা ভিডিও নেওয়া যাবে। এতে রয়েছে ৬.৬২ ইঞ্চি এইচডিপ্লাস অ্যামলেড ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর, ৮ জিবি র্যাম (৮ জিবি এক্সটেনডেন্ট র্যাম) এবং ২৫৬ জিবি স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ফানটাচ ওএস ১৩। ভি২৭ই-এর ৪৬০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির সঙ্গে আছে ৬৬ ওয়াটের টাইপ সি ফ্ল্যাশ চার্জার। ভি২৭ইর দাম ৩৩ হাজার টাকা। ভি২৭-এর দাম ৫৫ হাজার টাকা।
এ ছাড়া ভিভো ওয়াই২২ মডেলের স্মার্টফোনে থাকছে ৫০ এমপি এআই সেন্সিং রেয়ার ক্যামেরা, ২ এমপি মাইক্রো ক্যামেরা, সামনে থাকছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। রয়েছে ৬.৫৬ এইচডি প্লাস ডিসপ্লে, হেলিও জি৮৫ প্রসেসর, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। স্মার্টফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ২০ ঘণ্টা ভিডিও স্ট্রিমিং সুবিধা দেবে। ১৮ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি দেবে মাত্র ৮২ মিনিটে ৭০ শতাংশ চার্জের সুবিধা। দাম ২০ হাজার টাকা।
৬৪ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি ফোন
গত ২ এপ্রিল এসেছে রিয়েলমি সি৫৫ মডেলের ফোন। ২০ হাজার টাকার মধ্যে বাজেট হলে নিতে পারেন রিয়েলমি সি৫৫। ফোনটিতে রয়েছে ৬৪ এমপি ক্যামেরা, ৩৩ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জার, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। ডিভাইসটিতে রয়েছে ৮ জিবি ডায়নামিক র্যাম (১৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে) এবং ২৫৬ জিবি স্টোরেজ (১ টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে), ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, জি৮৮ চিপসেট-সহ ৬.৭২ ইঞ্চি স্ক্রিন।
আছে ৬৪ এমপি মেইন ক্যামেরা, ৮ এমপি সেলফি ক্যামেরা ও ২ এমপি সাদাকালো লেন্স। ৬ জিবি র্যাম/১২৮ জিবি রম ভ্যারিয়েন্টটির দাম ১৯ হাজার টাকা। ৮ জিবি র্যাম/২৫৬ জিবি রম ভ্যারিয়েন্টটির দাম ২৩ হাজার টাকা।
টেকনোর নতুন স্মার্টফোন
টেকনো এনেছে স্পার্ক ১০ প্রো মডেলের স্মার্টফোন। এতে রয়েছে ৫০ এমপি এআই রিয়ার ক্যামেরা, ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা, ৬.৮ ইঞ্চি ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াট ফাস্ট-চার্জিং , মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। ফোনটি দুটি সংস্করণে পাওয়া যাবে।
১৬ জিবি (৮ জিবি এক্সটেন্ডেড) র্যাম সংস্করণের দাম ১৭ হাজার ৯৯০ টাকা এবং ৮ জিবি (৪ জিবি এক্সটেন্ডেড) র্যাম সংস্করণের দাম ১৫ হাজার ৬৯০ টাকা। আগামী ২০ এপ্রিল পর্যন্ত ডিভাইসটি কিনলে থাকছে সুজুকি জিএসএক্স আর-১৫০ মডেলের মোটরসাইকেল জেতার সুযোগ।
আরও পড়ুন: ক্লান্তির কারণ আয়রনের ঘাটতি না তো!