কল্যাণ ডেস্ক
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্পেশাল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ৯ এপ্রিল থেকে অগ্রিম টিকিট বিক্রয় শুরু হবে।
ঈদে ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণ করতে আগামী ১৪ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত এ সার্ভিস চালু থাকবে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিআরটিসি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
যে ডিপোতে মিলবে যে রুটের বাসের টিকিট
মতিঝিল ডিপো– ঢাকা-খুলনা, দাউদকান্দি, ডামুড্যা, খাসেরহাট, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুট
কল্যাণপুর ডিপো– ঢাকা-ভাঙ্গা, রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুট
গাবতলী ডিপো- ঢাকা-ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল, দশমিনা (পটুয়াখালী), আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া যশোর রুট
জোয়ারসাহারা ডিপো- ঢাকা-পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুট
মিরপুর ডিপো- ঢাকা-বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুটের
মোহাম্মদপুর ডিপো- বাস ঢাকা-শরীয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুট
গাজীপুর ডিপো- বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুট
যাত্রাবাড়ী ডিপো- ঢাকা-রংপুর, শরীয়তপুর রুট
নারায়ণগঞ্জ ডিপো- ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুট
নরসিংদী ডিপো- মাদারীপুর, চরমুগুরিয়া, রংপুর রুট
গত সোমবার ঈদ ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠকে বসে বিআরটিসি। বৈঠক শেষে সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানিয়েছিলেন, যাত্রীদের সেবায় ঈদুল ফিতরে সারা দেশে ৯০০টি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। যাত্রী চাহিদা বিবেচনায় প্রয়োজনে আরও বাস বাড়ানো হতে পারে।