কল্যাণ ডেস্ক
এবারের ঈদুল ফিতরে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ থাকছে না। কেবল পদ্মাসেতুতে মোটরসাইকেল চালানো যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে রোববার বনানীতে বিআরটির কার্যালয়ে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা জানান।
মোটরসাইকেল চলাচলের বিষয়ে কাদের বলেন, ‘মহাসড়কে মোটরসাইকেল চলবে না এটি কি আমরা বলেছি? শুধু পদ্মাসেতু বাদে সব মহাসড়কেই মোটরসাইকেল চলবে।’
অবশ্য এর আগে ঈদের সাত দিন মহাসড়কে মোটরসাইকেল চালানো যাবে না বলে নির্দেশনা ছিল সড়ক বিভাগের। সেই নির্দেশনায় বলা হয়েছিল, ঈদুল আজহার আগের তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না। ভাড়ায়চালিত মোটরসাইকেল শুধু রাজধানীসহ অনুমোদিত এলাকায় চলতে পারবে। এছাড়া এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না।
সড়ক পরিবহনমন্ত্রীর ভাষ্যমতে, এবার মোটরসাইকেল চলাচলে এমন কোনো বিধিনিষেধ থাকছে না।
মন্ত্রী আরও বলেন, ঈদের আগে তিনদিন মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ থাকবে। ঈদের আগে পাঁচ দিন এবং ঈদের পরের সাত দিন ২৪ ঘণ্টা যানবাহনের জন্য তেলের পাম্প খোলা থাকবে।