ঢাকা অফিস
ঈদের সময় মোটরসাইকেল নিয়ে পদ্মা হয়ে যারা যাতায়াত করবেন, তাদের মোটরসাইকেল পারাপারে মাওয়া ঘাটে ফেরির ব্যবস্থা রাখবে সরকার। বুধবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল অ্যালাও করছি না। পদ্মা দিয়ে যারা মোটরসাইকেল নিয়ে চলাচল করবেন, তাদের মোটরসাইকেল পারাপার করতে মাওয়া ঘাটে ডেডিকেটেড ফেরি রাখা হবে।’
ঈদুল ফিতরের আগে সারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি প্রদান এবং সড়ক-মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখা নিয়ে সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ঈদের তিন দিন আগ থেকে নির্মাণসামগ্রী বহনকারী ট্রাক এবং লং ভেহিকেল মহাসড়কে চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে নির্মাণসামগ্রী বহনকারী ট্রাক এবং লং ভেহিকেলগুলো চলাচল করতে পারবে।’
তবে নির্মাণসামগ্রী ছাড়া অন্যান্য মালামাল বহনকারী ট্রাক ঈদের আগে চলাচল করতে পারবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া ঈদের সময় যানবাহনগুলোর গতি যেন বাধাগ্রস্ত না হয় সে জন্য যেসব গাড়ির বিরুদ্ধে আগে থেকে তথ্য রয়েছে সেগুলো ছাড়া অন্য কোনো যানবাহন আটকানো হবে না বলে জানান মন্ত্রী।