নিজস্ব প্রতিবেদক
ঈদুল ফিতর ঘিরে সড়কে দুর্ঘটনা এড়াতে যশোরে ট্রাফিক বিভাগ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ঈদের আগের রাত থেকে ঈদের ৩য় দিন পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসানো হচ্ছে। মহাসড়কে ২৪ ঘণ্টা মোবাইল টিমের পাশাপাশি ২টি রেকার ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। দ্রুতগতির অবৈধ যানবহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামবে ট্রাফিক পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় ৫৫ জন ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছে ওক্সিলারি ফোর্সে ১৮ জন ও কমিউনিটি পুলিশ ১০ জন। এর বাইরে প্রতিটি থানায় পুলিশের বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। ঈদের আগের রাত থেকে ঈদের ৩য় দিন পর্যন্ত শহরের দড়াটানা ও জজকোর্ট মোড়ে ট্রাফিকের পুলিশের বিশেষ চেকপোস্ট থাকছে। এছাড়াও যশোর-নড়াইল ও যশোর-মাগুরা মহাসড়কে ২টি মোবাইল টিম ২৪ ঘণ্টা রেকার ভ্যান নিয়ে প্রস্তুত থাকবে, যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনা মোকাবিলার জন্য। এছাড়াও মোটরসাইকেল চালকদের জন্য শহরের সব থেকে অনিরাপদ ২টি সড়ক চিহ্নিত করেছে ট্রাফিক বিভাগ। সড়ক দুটি শহরের আলী হোসেন মণি সড়ক ও বিমানবন্দর সড়ক। এই দুই সড়কে থাকবে পুলিশের বিশেষ অভিযান।
এ বিষয়ে যশোর ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. মাহফুজুর রহমান জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর শহরে যানজটের সৃষ্টি হয়। এবছর আমরা সেই যানজট মোকাবেলা করতে সক্ষম হয়েছি। পাশাপাশি এবার ঈদে সড়কে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মহাসড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশের টহল টিম থাকবে। একই সাথে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসানো হচ্ছে। অবৈধ যানবহনের বিরুদ্ধেও ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ঈদের আগের রাত থেকে ঈদ পরবর্তী তিন দিন সড়কে সব থেকে বেশি চাপ থাকে। এই বিষয়টি মাথায় রেখেই আমরা পরিকল্পনা করছি। আশা করছি অন্য বছরগুলোর তুলনায় এবছর সড়কে শৃঙ্খলা বজায় থাকবে।