# হাইওয়ে পুলিশের সাথে দায়িত্বে আনসার সদস্য # চলবে না ফিটনেসবিহীন যানবাহন # মহাসড়কের চলবে না নসিমন-করিমন # থামানো হবে বেপরোয়া গতির মোটরসাইকেল
লাবুয়াল হক রিপন
ঈদকে ঘিরে যশোরাঞ্চলের সড়ক নিরাপত্তায় বিশেষ জোর দেয়া হয়েছে। এ অঞ্চলের সড়ক-মহাসড়কে বাড়তি নজরদারি করছেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। যাত্রীবাহী পরিবহনগুলো চলাচলে কোন অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ। এছাড়া সড়ক দুর্ঘটনা এড়াতে বেপরোয়া মোটরসাইকেল চলাচল বন্ধেও ব্যবস্থা নেবে প্রশাসন।
অন্যদিকে মহাসড়কে যাতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল না করে সেবিষয়ে গাড়ির মালিকদের সতর্ক করেছে বিআরটিএ এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্টরা। এ ধরনের যানবাহন বন্ধে বিআরটি’এর পক্ষ থেকে জেলা প্রশাসন কর্মকর্তাদের সমন্বয়ে মোবাইল কোর্টও পরিচালনা করা হচ্ছে।
এদিকে অবৈধ নসিমন, করিমন, থ্রিহুইলার, ভটভটি এবং ব্যাটারি চালিক ইজিবাইকসহ তিন চাকার যান চলাচল যাতে না করে সেবিষয়ে ফের নির্দেশ দিয়েছে পুলিশের হেড কোয়ার্টার। মহাসড়কগুলো যানজটমুক্ত এবং নিরাপদ রাখতে পুলিশ হেডকোয়ার্টার থেকে এমন নির্দেশনা এসেছে বলে জানিয়েছেন যশোর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার নাসিম খান।
সুপার নাসিম খান বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে ফিটনেস বিহীন যানবাহন, নসিমন, করিমন, ইজিবাইক, থ্রি-হুইলার ও ভটভটিসহ সকল ধরণের অবৈধ যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আমরা এ বিষয়ে সতর্ক রয়েছি।
যশোরের নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানিয়েছেন, অস্থায়ী ভিত্তিতে ১০ আনসার ব্যাটালিয়ন সদস্য সাথে নিয়ে প্রতিদিন মহাসড়কে যাত্রীবাহী যানবাহন চলাচল এবং যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌছাতে নিরাপত্তা দিয়ে সহযোগিতা করা হচ্ছে। তিনি আরো বলেন, জনগণের যাতায়াতে যাতে কোন প্রতিবন্ধকতা না হয় এজন্য তারা সড়কের বাড়তি টহল দিচ্ছেন।
বিআরটিএ যশোরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান বলেছেন, জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে মার্চ মাস থেকে ওই অবৈধ যানবাহন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বেশ কয়েকটি গাড়ির মালিক ও চালকদের জরিমানাও করা হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার (২ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করার লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সার্বক্ষণিক মাঠে থেকে ব্যক্তিগত তদারকির কথা বলেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
সভায় আইজিপি বলেছেন, সড়কপথ, রেলপথ ও নৌপথে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া নৌ দুর্ঘটনা ও নৌ ডাকাতি রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য নৌ পুলিশকে নির্দেশনা দেন তিনি।
দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আইজিপি।
পুলিশ প্রধান বলেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রির শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয় সেজন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে তৎপর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি ঈদে শহর ছেড়ে যাওয়া মানুষের বাসাবাড়ি, মার্কেট, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন।
আইজিপি আরো বলেন, বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। আনন্দমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপনের লক্ষ্যে নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামসহ অন্যান্য অতিরিক্ত আইজিপি, বিশেষায়িত ইউনিটের প্রধান, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং রেঞ্জ ডিআইজি উপস্থিত ছিলেন।