বিনোদন ডেস্ক
উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভয়াবহ বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত জনজীবন। সময়ের সঙ্গে বেড়েই চলেছে আহত, নিহত এবং নিখোঁজের সংখ্যা। আর সেখানের বসবাস করেন বলিউড অভিনেত্রী উর্বশী। অভিনেত্রীর অনেক ভক্তরাই তার অবস্থান জানতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপর অভিনেত্রী নিজে নিরাপদ আছেন জানিয়ে একটি পোস্ট দেন। সেই সঙ্গে তিনি উত্তরকাশীর বর্তমান অবস্থাও
টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, গভীর শোক প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী উর্বশী। নিজের জন্মস্থান উত্তরকাশীর হরিদ্বারের কথা স্মরণ করে তিনি জানিয়েছেন, এই ধ্বংস তাঁর হৃদয়কে ভেঙে দিয়েছে। এক আবেগঘন বিবৃতিতে উর্বশী বলেন, হরিদ্বারের কন্যা হিসেবে উত্তরাখণ্ডের প্রতিটি নদী, প্রতিটি পাথর, প্রতিটি নিশ্বাস আমার অস্তিত্বের অঙ্গ। আজ যখন উত্তরকাশীর খীর গঙ্গায় ভয়াবহ বন্যা দেখি আমার ভূমি, আমার মানুষ, আমার পরিবার এক অনির্বচনীয় ব্যথায় বুক ভরে ওঠে।
তিনি আরও বলেন, ঘরবাড়ি ধ্বংস হয়েছে, দোকান-পাট, স্মৃতি, স্বপ্ন সবই কয়েক সেকেন্ডে ভেসে গেছে। মানুষ তাদের প্রিয়জনকে খুঁজছে, শিশুরা কাঁদছে মা-বাবার জন্য, বাবা-মা প্রার্থনা করছে হারিয়ে যাওয়া সন্তানদের ফেরার আশায়। এটা শুধুই একটি সংবাদ নয়, এ আমার ঘর, আমার মানুষ। উর্বশী রাউটেলা আশ্বাস দিয়ে বলেন, ধারালি ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের বলছি, আপনি একা নন। আমি আছি আপনাদের সঙ্গে, প্রার্থনা করছি আপনাদের জন্য, এবং আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে সাহায্য পৌঁছে যায় সঠিক স্থানে।
তিনি তার ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন, দেশ-বিদেশের সকল অনুরাগী, আসুন আমরা এক হই। সামান্য সহায়তা, ভরসাযোগ্য ত্রাণ সংস্থার লিংক শেয়ার করাও পারে কারও জীবন বাঁচাতে। উত্তরাখণ্ড আগেও বিপর্যয় পার করেছে, এবারও পারবে। আমাদের নদী যতই উত্তাল হোক, আমাদের মনোবল আরও শক্তিশালী। উর্বশী জানিয়েছেন, তিনি স্থানীয় সংগঠন ও প্রশাসনের সঙ্গে মিলে সরাসরি ত্রাণ কার্যক্রমে অংশ নেবেন। তার ভাষায়, চলুন একে অপরকে ভালোবাসা আর সহানুভূতিতে জড়িয়ে ধরি। আমরা শুধু ঘর নয়, গড়ে তুলি মানবতা দিয়ে এক নতুন উত্তরাখণ্ড।
প্রসঙ্গত, মঙ্গলবার (৫ আগস্ট) উত্তরাখণ্ডের খীর গঙ্গা অঞ্চলের ধারালি গ্রামে ও হর্ষিল আর্মি ক্যাম্প এলাকায় দুটি বড় ধস নামে। অন্তত চারজনের মৃত্যু হয় এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন। প্রবল মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্ট এই ধ্বংসাত্মক কাদামাটি ও পানির স্রোত গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
আরও পড়ুন: যশোরে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে ‘বাসর ঘরে’ নাটক মঞ্চস্থ হলো