নিজস্ব প্রতিবেদক: গত ৪৮ বছর ধরে যশোরের পৌর উদ্যানে প্রভাতে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে উদীচী জেলা সংসদ। পরিবার-পরিজন নিয়ে নতুন পোষাকে, নতুন সাজে সেই আয়োজনে শামিল হয় হাজারো মানুষ। এবছরও সেই আয়োজন থাকছে। গতকাল বৈশাখের আয়োজন নিয়ে উদীচী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনার কারণে দীর্ঘ দু’বছর বৈশাখ উদযাপন না করতে পারার বেদনা থেকে এবার কিছুটা হলেও মুক্তি মিলছে। তাই স্বল্প পরিসর হলেও সাড়ম্বরে বৈশাখ উদযাপন হবে। উদীচী জেলা সংসদ এবছর ৭টা ১মিনিটে পৌর উদ্যানে বৈশাখী আয়োজন শুরু করবে। সংগঠনের ৩শ শিল্পীর সমন্বয়ে সাড়ে তিন ঘণ্টার আয়োজনে থাকছে পঞ্চ কবির গান, শিশুতোষ অনুষ্ঠান, আবৃত্তি ও নৃত্য। তবে সময় সল্পতার কারণে এবছর হচ্ছে না যাত্রাপাল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উদীচীর অন্যতম উপদেষ্টা কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সহ সাধারণ সম্পাদক শুভঙ্কর গুপ্ত, সাংগঠনিক সম্পাদক কাজী শাহেদ নেওয়াজ প্রমুখ।