নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মত যশোরে শুরু হয়েছে চ্যালেঞ্জ কাপ বাস্কেটবল প্রতিযোগিতা। রোববার প্রথম দিনে জয় পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনী। তাদের কাছে পরাজিত হয়েছে যথাক্রমে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ বিমান বাহিনী।
সকাল সাড়ে সাতটায় যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী। নিজেদের শ্রেষ্ঠত্ব এ ম্যাচে ধরে রাখে নেভীর খেলোয়াড়রা। তারা ৮২-৬০ পয়েন্টে জয় পায়।
এ ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী প্রথম কোয়ার্টারে ২৩-১১, দ্বিতীয় কোয়ার্টারে ২১-১৩, তৃতীয় কোয়ার্টারে ২৫-১৬ পয়েন্টে জয় পায়। তবে শেষ কোয়ার্টারে ২০-১৩ পয়েন্টে এগিয়ে থেকে শেষ করে পুলিশ।
বিকেল সাড়ে চারটায় প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচটি আবহাওয়া অনুকূলে না থাকায় অনুষ্ঠিত হয় জিমনেসিয়ামে। লড়াইয়ে অবতীর্ণ হয় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী। ম্যাচটিতে সেনাবাহিনী আধিপত্য বজায় রেখে ৮১-৪৮ স্কোরে জয় তুলে নেয়।
সেনাবাহিনী প্রথম কোয়ার্টারে ২৪-১৬, দ্বিতীয় কোয়ার্টার ১২-১২ পয়েন্টের সমতায় শেষ হয়। তৃতীয় কোয়ার্টারে ২২-১৫ ও চতুর্থ কোয়ার্টারে ২৩-০৫ পয়েন্ট জয়ে পায় সেনাবাহিনী।
উল্লেখ্য, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের উদ্যোগে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, নৌবাহিনী ও বিকেএসপি অংশগ্রহণ করছে। দলগুলো প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে মুখোমুখি হবে।
আগামীকাল সোমবার প্রতিযোগিতার দু’টি খেলা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে সাতটায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ নেভী ও বিকেএসপি। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে চারটায়।
