নিজস্ব প্রতিবেদক
যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন। আসন্ন নির্বাচনে তৃণমূল থেকে শুরু করে সবাইকে ভাবতে হবে দলের নেতা নয়, খাঁটি কর্মী হয়ে নৌকার বিজয় নিশ্চিত করা। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সভা করতে হবে। নৌকার বিজয়েই দেশের সর্বস্তরের মানুষ নিজেদের প্রাপ্য অধিকার বুঝে পান। তাই আসন্ন নির্বাচনে সারাদেশে নৌকার বিজয়ের মাধ্যমেই আবারও প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু কন্যা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার বিকেলে বাগআঁচড়া হাই স্কুল মাঠে নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের সঞ্চালনায় এমপি আফিল আরো বলেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে আজ মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। যা বর্তমান ডিজিটাল বাংলাদেশের মানুষ ভোগ করতে শুরু করেছে। তাই এই নির্বাচনে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করার জন্য নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে। মনে রাখতে হবে কোন স্বাধীনতা বিরোধী অপশক্তি যেন এদেশে রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। স্বাধীনতা বিরোধীরা যদি ক্ষমতায় আসে তাহলে দেশ শতবছর পিছিয়ে যাবে। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল।
উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শার্শা ইউনিয়ন চেয়ারম্যান কবির উদ্দীন তোতা, বাগআঁচড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল খালেক, গোগা ইউনিয়ন চেয়ারম্যান তবিবর রহমান তবি, বাগআঁচড়া ডা. আফিল উদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল ইসলাম, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহমেদ লিটন, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আলী আহম্মদ, সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান অপুসহ অন্যান্যরা।