নিজস্ব প্রতিবেদক
যশোর পৌর আট নং ওয়ার্ডে আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সাথে মঙ্গলবার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও পথসভা করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব নেত্রী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। প্রধানমন্ত্রী বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। তাই আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করে দেশ তথা এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
সাবেক এ পৌর মেয়র বলেন, মেয়র থাকাকালীন সময়ে হাতে নেওয়া সব কাজ শেষ করতে পারিনি, শেষ করতে পারলে এ শহর অনেক দূর এগিয়ে যেত।
তিনি আরো বলেন, বিএনপির তারেক রহমান বিদেশে বসে ষড়যন্ত্র করছে। দেশে থাকার সময় তারেক রহমান দেশে আওয়ামী লীগ নিধনে ষড়যন্ত্র করেছেন। সেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ষড়যন্ত্র করছে উন্নয়ন ব্যাহত করার। এসব ষড়যন্ত্রের জবাব দিতে তৃণমূল আওয়ামী লীগকে আরো সক্রিয় থাকতে হবে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলা আওয়ামী লীগের প্রবীন নেতা ও শহর আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মঙ্গল চন্দ্র দাসের আয়োজনে এ পথসভার আয়োজন করা হয়। ঈদের পর থেকে রেন্টু চাকলাদার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রাজনৈতিক দলীয় নেতাকর্মী, এলাকাবাসী ও সর্বস্তরের জনগণের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় তিনি সবার খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক দিকনির্দেশনা দেন। দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, সদস্য উত্তম ঘোষ, আওয়ামী লীগ নেতা সনদ সাহা, জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, প্রবীণ সাংবাদিক প্রদীপ ঘোষ, জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি অসীম কুন্ডু, জেলা যুবলীগের সহসভাপতি রেজাউল ইসলাম, যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ, সাবেক ছাত্রলীগ নেতা শাহেদ উর রহমান রনিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।