ঝাঁপা (মণিরামপুর) প্রতিনিধি
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, উন্নয়নের স্বার্থে আবারো নৌকায় ভোট দিন। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে উন্নয়ন হয়ে থাকে বেশি। নজিরবিহীন উন্নয়নের ফলে আজ দেশের চেহারা পাল্টে গেছে। আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে নৌকা প্রতীক যাতে বিপুল ভোটে বিজয়ী হতে পারে।
বুধবার বিকেলে মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন পরিষদ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শোকসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম কাউছার আহম্মেদ। আওয়ামী লীগ নেতা চাকলাদার আবুল বাশার ও উপজেলা যুবলীগ নেতা শিপন সরদারের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এসএম ইয়াকুব আলী, জেলা আওয়ামী লীগের সদস্য সামিউল ইসলাম পিয়াস, আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক গৌর কুমার ঘোষ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সম আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।
শোক সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কমনায় দোয়া করা হয়।