নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
চলমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন। তিনি বলেন, এখন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক ভাল। এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে শেখ হাসিনাকে বারবার প্রধানমন্ত্রী হওয়ার বিকল্প নেই।
সোমবার সকালে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গদখালী ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান আলী মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি আজহার আলী, উপজেলা যুবলীগ নেতা ছেলিমুল হক সালামসহ পরিষদের সদস্যবৃন্দ।
ঈদুল ফিতর উপলক্ষে এ ইউনিয়ন পরিষদ থেকে এক হাজার ৫৩৫ জনকে ভিজিএফের ১০ কেজি করে চাল দেয়া হয়।