পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে অফিস সহায়ক পান্না কুমার রায়ের বিরুদ্ধে। ৭ ডিসেম্বর সোনালী ব্যাংক তালা শাখার চলতি হিসাব নং ২৮২০১০০০১৪০১১ থেকে এসবি ২৮২০৭৮৮৫৯৯৫ নং পাতা জমা দিয়ে এই টাকা উত্তোলন করেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরে ৭ডিসেম্বর উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে অফিস সহায়ক পান্না কুমার রায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে ৪,৯০,৭২০ টাকা সোনালী ব্যাংক তালা শাখা থেকে উত্তলোন করেন । পরবর্তীতে ২৭ ডিসেম্বর সোনালী ব্যাংক তালা শাখার তথ্য বিবরণীতে ধরা পরে। পরে এ ঘটনায় ৩ কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে ০৫.৪৪.৮৭৯০.০০০.৩২.০০৬.২৩-১০১৮ নং স্মারকে তাকে ২৭ ডিসেম্বর কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।
তালা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক শেখ নাহিদুজ্জামান মিঠু চেকে জাল স্বাক্ষরের বিষয়টি এড়িয়ে ব্যাংকে এসে সরাসরি কথা বলার অনুরোধ জানান।
অভিযোগ অস্বীকার করে অফিস সহায়ক পান্না রায় বলেন, আমি কোনো নোটিশ পাইনি। তবে ব্যাংক থেকে জাল স্বাক্ষরে টাকা উত্তোলনের কথা স্বীকার করেন তিনি।
তালা উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অফিস সহায়ক পান্না ব্যংক থেকে ৪লক্ষ৯০হাজার টাকা উত্তোলন করেছে বলে শুনেছি। এ বিষয়ে তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে বলে জানি। বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিষয়টি মিথ্যা ও গুজব বলে সংবাদ পরিবেশন না করার অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন প্রতিবেদককে অফিসে এসে সরাসরি কথা বলার অনুরোধ জানিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।