নিজস্ব প্রতিবেদক
যশোরে জহির হাসান গাজীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহতের মেয়ে ইসরাত জাহান জ্যোতি বলেন, মায়ের পরকীয়ার বলি হয়ে আমরা দুই ভাইবোন আজ এতিম হয়ে গেলাম। হত্যাকারী যেই হোকনা কেনো, আমি তাদের ফাঁসি চাই। নিহতের ভাই নাসিম গাজী অভিযোগ করে বলেন, প্রশাসনকে প্রভাবিত করে মামলার মোড় ঘুড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের মাধ্যমে ফাঁসি চাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহতের শিশু পুত্র আবু সিয়াম, ছোট ভাই শাহ নেওয়াজসহ এলাকাবাসী।
