নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী উপশহর ইউনিয়নের বি-ব্লকের নির্মাণাধীন ড্রেনের কাজ পরিদর্শন করেছেন। শনিবার বিকালে উপশহর ২নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন ড্রেনের কাজ পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এহসানুল হক লিটু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদস্য মুনছুরুল আলম, শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান মিলু, ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ জসিম উদ্দীন, ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল এহসান সুজন, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুজ্জামান সবুজ প্রমুখ।