নিজস্ব প্রতিবেদক: যশোরের উপশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান (৭০) শনিবার বেলা ১১ টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহে … রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার নামাজে জানাজা তারাবীর নামাজের পর উপশহর ঈদগাহে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপশহর কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে বিকেলে স্থানীয় সিব্লকে নিজ বাড়িরর সামনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ। এদিকে মৃত্যুর খবর শুনে তার বাড়িতে গিয়েছিলেন ও জানাজায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সভাসভাপতি মেহেদেী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দীন, উপজেলা ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, ত্রাণ সম্পাদক সুখেন মজুমদার, উপদেষ্টা আবুল হোসেন খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, সদস্য কেরামত আলী, সৈয়দ মুনসুর আলম, যুবনেতা তৌহিদ চাকলাদার ফন্টু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবুল এহসান সুজন, জাবের হোসেন জাহিদ, সভাপতি সালাহউদ্দীন কবীর পিয়াস, উপশহর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল ওয়াদুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল হক, উপশহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান জহির, মেম্বার জসিম উদ্দীন, শাপলা সিকদার প্রমুখ।