নিজস্ব প্রতিবেদক
যশোরের উপশহর কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে বুধবার সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজ পরিচালনা পর্যদের তিন বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন, কলেজ পরিচালনা পর্যদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. রবিউল আলম, সদস্য বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল খালেক ও বীরমুক্তিযোদ্ধা জি কে মনিরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারমান প্রফেসর ড. আহসান হাবীব। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতি জোট যশোরের সভাপতি সুকুমার দাস।
সহকারী অধ্যাপক নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পর্যদের সদস্য কবি কাসেদুজ্জামান সেলিম, সুখেন মজুমদার, গাজী শহিদুল ইসলাম।