নিজস্ব প্রতিবেদক
উপশহর কলেজ যশোরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ কুমার বিশ্বাসকে অভিনন্দন জানিয়েছেন পরিচালনা পরিষদ, শিক্ষক ও কর্মচারিবৃন্দ। এ উপলক্ষে বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে আলোচনাসভা, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজনীতিক বীরমুক্তিযোদ্ধা অশোক কুমার রায়। বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ কুমার বিশ্বাস, পরিচালনা পরিষদের সদস্য আব্দুল খালেক, কাসেদুজ্জামান সেলিম, সুখেন মজুমদার, শিক্ষক প্রতিনিধি মোশারফ হোসেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মঞ্জুয়ারা বেগম, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম। আবৃত্তি করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ বিশ্বাসের সহধর্মিনী ভদ্রামতি বিশ্বাস। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পরিতোষ কুমার বিশ্বাসের কর্মজীবনে নানাদিক তুলে ধরেন। তিনি ২০০৯ সালের ২০ নভেম্বর উপশহর কলেজে যোগদান করেন। দুই দফায় কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। এই সময় কলেজে পাঁচটি অনার্স বিষয় অনুমোদনসহ উন্নতিকল্পে ভূমিকা পালন করেন।
উল্লেখ্য, পরিতোষ কুমার বিশ্বাস ১৯৮৪ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে পরিদর্শক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৪ সালে ব্যাংকের চাকরি ছেড়ে বাঁকড়া কলেজের অর্থনীতি বিষয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯৫ সালে নাভারণ ডিগ্রি কলেজের যোগদান করেন।