ইলিয়াস উদ্দীন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে যশোরের ঝিকরগাছা উপজেলায় নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিতদের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। দুই দিন ব্যাপী এ কর্মশালায় শনিবার দ্বিতীয় এবং শেষ দিনে প্রধান অতিথি’র বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার এবং বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম,।
শনিবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী বিএম বদরুদ্দিন মুসলিম হাই স্কুলে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বিতান কুমার মন্ডল।
প্রধান অতিথি’র বক্তব্যে রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার বলেন, প্রিজাইডিং অফিসারগন ভোটগ্রহণের সরঞ্জামাদি নিয়ে ভোটের আগের দিন ভোটকেন্দ্রে পৌঁছে স্থানীয় লোকজনদেরকে নিয়ে পিকনিক বা গান-বাজনা করে উৎসবমুখর পরিবেশ তৈরি করবেন। এর ফলে স্থানীয় ভোটারদের মাঝে ভোটের ভীতি দূর করে আনন্দ উৎসব পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করবেন।
বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্ভয়ে, নিষ্ঠার সাথে ভোট কার্যক্রম সম্পন্ন করবেন। কোন ভয়-ভীতি মনে নিয়ে আসবেন না। আপনাদের সাহস যোগাতে এবং সহযোগিতা করতে পুলিশ প্রশাসন, আর্মি, বিজিবিসহ আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সংস্থার স্ট্রাইকিং ফোর্স আপনাদের পাশে থাকবে।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান বলেন, ভোট কেন্দ্রের বুথের মধ্য থেকে কোন সাংবাদিক লাইভ প্রকাশ করতে পারবেন না। প্রয়োজনে তারা কেন্দ্রের বাইরে থেকে নিউজের লাইভ করতে পারবেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে সহকারী পুলিশ সুপার (খ সার্কেল নাভারণ) নিশাত আল নাহিয়ান, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইব্রাহিম আলী, বি এম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
১০৫ জন প্রিজাইডিং অফিসার, ৫৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ১৯৪ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করেন।
উল্লেখ্য, যশোর ২ আসনে (ঝিকরগাছা চৌগাছা) ৬ জন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন।