নিজস্ব প্রতিবেদক
উৎসবমুখর পরিবেশে শুক্রবার যশোর টায়ার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদকসহ ৮টি পদে ভোটগ্রহণ করা হয়েছে। ৩১২ জন ভোটারের মধ্যে ৩০৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতিসহ ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাড. গোলাম ফারুক লিটন জানান, গতকাল সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট ছিল উৎসবমুখর।
ইতিমধ্যে সভাপতিসহ ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৮টি পদে মোট ১৫ জন ভোটযুদ্ধে নেমেছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সভাপতি পদে কাওছার আহমদ, সহসভাপতি দুটি পদে রণজিৎ কুমার পাল ও শ্রী পূর্ণ চন্দ্র সাহা, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে মো. জুয়েল।
বাকি ৮টি পদের জন্য ভোটযুদ্ধে নামেন ১৫ জন প্রার্থী। এতে ১৬৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আশরাফুল ইসলাম। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মাহবুব আলম মিন্টু পেয়েছেন ১৩১ ভোট। সহসাধারণ সম্পাদক পদে ১২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন তৌহিদ চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী মিরাজ শেখ পেয়েছেন ১০৫ ভোট ও ফরহাদ হোসেন পেয়েছেন ৫১ ভোট। দপ্তর সম্পাদক পদে ১৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন উত্তম কুমার। তার প্রতিদ্বন্দ্বী সেলিম পেয়েছেন ১৪২ ভোট। প্রচার সম্পাদক পদে আবদুর রহমান শিপন ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আল আমিন মাঝি পেয়েছেন ১২২ ভোট।
ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে ২২৩ ভেঅট পেয়ে বিজয়ী হয়েছেন ওমর ফারুক দিনার। তার প্রতিদ্বন্দ্বী আসলাম পেয়েছেন ৫২ ভোট।
কার্যকরী সদস্যর তিনটি পদে বিজয়ীরা হলেন আসাদুজ্জামান আসাদ (১৭০ ভোট), রাবুল হোসেন (১৩৯ ভোট) ও সাগর কুমার দাস ১৫০ ভোট)।