যশোরে ৪৫ প্রতিষ্ঠান বিতরণ করছে হ্যান্ডবিল লিফলেট পুস্তিকা
প্রচার-প্রচারণার অভাবে মেলার বার্তা পৌঁছাচ্ছে না তৃণমূলে
সুনীল ঘোষ: একদম ফ্রি আর্সেনিক পরীক্ষা করানো যাচ্ছে মুক্তির উৎসবের মেলায়। যশোর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (পাবলিক হেলথ) দিচ্ছে এই সুবিধা। তাৎক্ষণিক ফলাফলে খুশি সুবিধাভোগীরা। গণপূর্ত বিভাগের স্টলে রয়েছে বায়ু দুষণমুক্ত ইটসহ নির্মাণ সামগ্রী। বিলুপ্ত প্রায় দেশি মাছ ও মাছ ধরার জালসহ নানা সরঞ্জাম নিয়ে বসেছে উপজেলা মৎস্য অফিস। ধানের সমন্বিত বালাই ব্যবস্থাপনাসহ পরিবেশবান্ধব পরিবেশে ফসল উৎপাদনের তথ্য ভান্ডার নিয়ে বসেছে কৃষি বিভাগ। সব প্রতিষ্ঠানের স্টল থেকে বিতরণ করা হচ্ছে হ্যান্ডবিল-লিফলেটসহ তথ্য সম্বলিত ছোট ছোট পুস্তিকা। তবে কাক্সিক্ষত প্রচার-প্রচারণা নেই। যে কারণে প্রান্তিক পর্যায়ের মানুষ খুব বেশি আসছেন না মেলায়। ফলে মেলার লক্ষ্য-উদ্দেশ্য শহুরে মানুষের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। একাধিক স্টল থেকে পাওয়া গেছে এসব তথ্য।
জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যশোর টাউন হল ময়দানে শুরু হয়েছে পক্ষকাল ব্যাপী মুক্তির উৎসব। উৎসবের মেলায় বসেছে ৪৫টি স্টল। সরকারি-বেসরকারি ও স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠানগুলো এসব স্টল দিয়েছে। লক্ষ্য ও উদ্দেশ্য একটাই সব শিশু ও তাদের অভিভাবকরা জানুক প্রতিষ্ঠানগুলোর চলমান কর্মকান্ড। যা ব্যক্তি ও সামাজিক জীবনে বয়ে আনতে পারে সুফল।
১৭ মার্চ মেলার উদ্বোধনী দিন থেকে সন্ধ্যার আগমুর্হতে টাউন হল ময়দানে উপচেপড়া ভিড় জমছে শিশু-কিশোর ও নারী-পুরুষসহ নানা শ্রেণি পেশার মানুষের। স্থানীয় শিল্পীদের নৃত্য-গানে মুগ্ধ হচ্ছেন সব বয়সের মানুষ। পাশাপাশি বেশ কিছু স্টলে জমছে শিশু-কিশোরের ভিড়। তারা অনেক কিছু দেখছে, জানছে, শিখছে। সরকারের উন্নয়ন ও সাফল্যের খন্ড চিত্র তাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে উপকার ভোগ করছেন কেউ কেউ। তবে অধিকাংশরা শহরের বাসিন্দা। মুক্তির উৎসবের মেলা খুব বেশি প্রভাব ফেলতে পারেনি তৃণমূলে।
রোববার পড়ন্ত বিকেলে উৎসবের মেলায় আসতে দেখা যায় ক্ষুদে শিক্ষার্থীদের। কয়েকজন শিশু শিক্ষার্থী ভিড় করে যশোর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের স্টলে। ফ্রি পানির আর্সেনিক পরীক্ষার কথা জেনে উচ্ছ্বসিত দীপ্ত, অরণ্য ও সাথী নামে ৩ শিশু শিক্ষার্থী। একজন স্কুল ব্যাগ থেকে বোতল বের করে আর্সেনিক পরীক্ষা করানোর আগ্রহ প্রকাশ করে। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশলের কর্মচারি শরীফ হাসান তাদের জানান, টিউবওয়েল হলে ১০ মিনিট আর পাম্প হলে ৫ মিনিট পানি বের হওয়ার পর বোতলে পানি ভরে আনতে হবে। তাহলেই আর্সেনিক কীট বক্সের মাধ্যমে পরীক্ষা করে ফলাফল জানা যাবে। এ সময় প্রতিষ্ঠানটির সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম ও অফিস সহকারী শরিফুল ইসলামসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারি স্টলে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ দৈনিক কল্যাণকে জানান, ফ্রি আর্সেনিক পরীক্ষা ছাড়াও সিটিজেন চার্টার বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, নিরাপদ পানি ব্যবহার ও স্যানিটেশন বিষয়ে মানুষের অভ্যাসগত আচরণে পরিবর্তন আনয়নে কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল ।
গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী তপন দাস দৈনিক কল্যাণকে বলেন, আমাদের চলমান কর্মকান্ড শিশুরা জানুক-এ প্রত্যাশা নিয়ে স্টলে নির্মাণ সামগ্রী রেখেছি। এসব দেখে অনেক শিশু ও অভিভাবকরা খুশি হচ্ছেন। এ সময় দেখা যায়, অফিস সহকারী শুভঙ্কর অধিকারী শিশু-কিশোরসহ স্টলে আগতদের নির্মাণ সামগ্রীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা জানান, বিলুপ্ত প্রজাতির মাছ ও উন্মুক্ত জলাশয় থেকে মাছ ধরার সরঞ্জামের সাথে শিশুদের পরিচয় করিয়ে দিতে স্টল বসিয়েছি। ভাল সাড়া মিলছে-যোগ করেন এই কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক, বেশ কয়েকটি স্টল থেকে বলা হয়েছে ‘মুক্তির উৎসব’ মেলা নিয়ে কোন প্রচার-প্রচারণা নেই। গ্রামের মানুষ তো দূরের কথা, শহরতলীর মানুষও মেলার কথা জানে না। আয়োজক কর্তৃপক্ষ মাইকিংয়ের ব্যবস্থা করলে টাউনহল ময়দানে তিল ধারনের জায়গা থাকতো না বলেও মন্তব্য তাদের।