আন্তর্জাতিক ডেস্ক
উত্তর কোরিয়ার সামরিক ‘গোয়েন্দা স্যাটেলাইট’ উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার স্যাটেলাইটটি উৎক্ষেপণের পর ‘মারাত্মক ত্রুটি’র কারণে সাগরে বিধস্ত হয়।
বিবিসি জানায়, স্যাটেলাইটটি উৎক্ষেপণের পরপরই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ভুল করে সাইরেন বাজানো হয়। জাপানে ওকিনাওয়ার বাসিন্দাদেরও সতর্ক করা হয়। কিন্তু পরবর্তীতে জানানো হয় ভূখণ্ডে সেটি আঘাত হানার কোনো আশঙ্কা নেই।
এর আগে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের ওপর নজর রাখতে ১১ই জুনের মধ্যে একটি স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছিল। উৎক্ষেপণের প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পর দেশটি বলছে, খুব শিগগির তারা দ্বিতীয় উৎক্ষেপণের প্রচেষ্টা চালাবে।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে, উত্তর কোরিয়া যে রকেট উৎক্ষেপণ করেছে তা মাঝ আকাশেই ধ্বংস হয়ে গেছে এবং এটি উৎক্ষেপণের পরপরই রাডার থেকে হারিয়ে যায়। এ বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান রি পিয়ং চোল মঙ্গলবার উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করে বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ‘বেপরোয়া সামরিক কর্মকাণ্ডের’ জবাবে পিয়ংইয়ং একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন মনে করেন, শত্রুদের প্রতিরোধে তার দেশের প্রতিরক্ষায় সামরিক গোয়েন্দা স্যাটেলাইট স্থাপন করা জরুরি। সেজন্য অন্তত তার শাসনামলে মহাকাশে এটি স্থাপনে তিনি তোড়জোড় চালাচ্ছেন।
আরও পড়ুন: আজ বিস্কুট দিবস
১ Comment
Pingback: ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮