নিজস্ব প্রতিবেদক
যশোরে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে নিজের হাতে চিরকুট লিখে আত্মহত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মৃত লাভলী শারমিনের ছেলে নিশাত আল মামুন এক সুদখোরসহ চারজনের বিরুদ্ধে ৫ ডিসেম্বর রাতে কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন।
গত ৫ ডিসেম্বর সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে। আসামিরা হলো, একই গ্রামের সোহাগ হোসেনের স্ত্রী পারুল খাতুন (৩৬), শুকুর আলীর স্ত্রী ববিতা বেগম (৪০), নুর আলীর স্ত্রী রুমা বেগম (৩৮) ও হাফিজুর রহমান মেছোর স্ত্রী শিরিন বেগম (৪০)।
বাদী মৃতের ছেলে নিশাত আল মামুন মামলায় জানিয়েছেন, তিন বছর পূর্বে আসামি পারুল খাতুনের কাছ থেকে তার মা লাভলী শারমিন ১ লাখ ২০ হাজার টাকা ধার হিসেবে গ্রহণ করেন। বিভিন্ন সময়ে ওই টাকা পরিশোধ করে দিয়েছেন। কিন্তু আসামি পারুল খাতুন তার কাছে ১ লাখ ২০ হাজার টাকার ওই তিন বছরের সুদের টাকা দাবি করে। অভাব অনাটনের সংসারে সুদের টাকা দিতে না পারায় সকল আসামি গত ২০ ও ৩০ নভেম্বর রাতে দুই দফায় বাদীর বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সুদের টাকা দিতে অস্বীকার করায় লাভলী শারমিনকে আত্মহত্যার করার জন্য বলে চলে যায়। এই কথায় মনে কষ্ট পেয়ে মানসম্মানের ভয়ে ৫ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে নিজের হাতে ওই চারজনের নাম চিরকুট হিসেবে লিখে বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লাভলী শারমিন।