বিনোদন ডেস্ক
বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন ছবি পোস্ট করছেন অনেকেই। এবার নতুন ট্রেন্ড অনুসরণ করলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। গুগলের জেমিনি প্ল্যাটফর্মের নতুন এআই ইমেজ জেনারেশন টুল ন্যানো বানানা ব্যবহার করে কেউ সহজেই নিজের শৈশবের ছবি এবং বর্তমান ছবি একসঙ্গে মিশিয়ে এই অসাধারণ ছবি তৈরি করতে পারেন। এবার সেটাই করেছেন আলিয়া আর এ নিয়েই চলছে আলোচনা।
এনডিটিভি এই ট্রেন্ডে প্রথম অভিনেত্রী হিসেবে অংশ নিয়েছেন আলিয়া ভাট। একটি ফ্যান পেজে শেয়ার করা ছবিতে দেখা গেছে, বর্তমান আলিয়া শৈশবের আলিয়াকে আলিঙ্গন করছেন। ছবির ক্যাপশনে লেখা, আমার ছোটবেলার আলিয়া এখনকার আমিকে নিয়ে ভীষণ গর্বিত হতো।
আলিয়া নিজেও ছবিটি পুনরায় তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, কখনো কখনো আমাদের শুধু আমাদের আট বছরের ভেতরকার শিশুটিকে জড়িয়ে ধরা দরকার। ধন্যবাদ এই ছবিটির জন্য। পোস্টের ব্যাকগ্রাউন্ডে টেলার্সের গান ‘দ্যা ওয়ে আই লাভড ইউ’ ব্যবহার করা হয়েছে, যা মুহূর্তটিকে আরও আবেগময় করে তুলেছে।
উল্লেখ্য, আলিয়া বর্তমানে তার নতুন সিনেমা ‘আলফা’-র প্রস্তুতিতে ব্যস্ত, যা চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। এছাড়া সঞ্জয় লীলা বনশালির পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাতেও তাকে দেখা যাবে, যেখানে তিনি ভিকি কৌশল এবং রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এই সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।
আরও পড়ুন: লিভারের ৭৫ শতাংশই নষ্ট, তবুও অভিনয়-সঞ্চালনায় অবিচল অমিতাভ বচ্চন
