ঢাকা অফিস
আগামী ৮ ফেব্রুয়ারি সারাদেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হবে। রোববার (২৯ জানুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তপন কুমার সরকার বলেন, “আমি ৭ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিলাম। প্রধানমন্ত্রী ৮ ফেব্রুয়ারি নির্বাচন করে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছেন।”
করোনভাইরাস মহামারি এবং বন্যার কারণে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা কিছুটা বিলম্বিত হয়েছিল। গত বছরের ৬ নভেম্বর শুরু হওয়া এই পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এবারও বিষয়, নম্বর ও সময় কমিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগের শিক্ষাবর্ষের মতো সিলেবাসও ছিল সংক্ষিপ্ত। বরাবরের মতো পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যেই ফল প্রকাশের রীতি অনুসরণ করছে শিক্ষা বোর্ডগুলো। সে হিসেবে আগামী ৮ ফেব্রুয়ারি ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: যশোরের শিক্ষার্থীরা পায়নি সব বই

 
									 
					