নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের কৃতিত্ব দেখিয়েছে। এবছর ৭১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। এরমধ্যে ৬১২ জন জিপিএ-৫ পেয়েছে।
যশোর এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার জানান, গত বছর আমাদের কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৩৬৩ জনের মধ্যে ৩৪৭ জন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগ থেকে ১৭৮ জনের মধ্যে ১৫১ জন এবং ব্যবসায় বিভাগ থেকে ১৬৯ জনের মধ্যে ১১৪ জন জিপিএ-৫ অর্জন করেছে। গত বছরও আমাদের কলেজ থেকে ৭৮৭ জন অংশ নিয়ে সাবাই উত্তীর্ণ হয়েছিল। যার মধ্যে ৭০৫ জন পেয়েছিল জিপিএ-৫।