নিজস্ব প্রতিবেদক
যশোরে এইচএসসি শিক্ষার্থীরা পরীক্ষা পেছানো অথবা ৫০ নম্বরের পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কে এইচএসসি আন্দোলন-২০২৩ যশোরের ব্যানারে শিক্ষার্থীরা এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, গত বছর ২২ ব্যাচের শিক্ষার্থীরা ৫০ মার্কে পরীক্ষা দিয়েছিল। বিগত বছরের তুলনায় তারা কম সময় পেলেও পূর্ণমার্কে পরীক্ষা নেওয়া হবে। এছাড়া আইসিটির মত বিষয় যুক্ত করায় শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা সম্ভব হয়নি।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে যশোর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ করেন। দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরে যেয়েও বিক্ষোভ করেন। প্রসঙ্গত, আগামী ১৭ আগস্ট শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা পেছানো হোক অথবা ৫০ মার্কে পরীক্ষা গ্রহণের দাবি জানান প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট। সোমবার ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার অভিযোগ করেও নিন্দা জানান তারা।