নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুস ও মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ধারাবাহিক পারফরম্যান্স করেছেন যশোরের বাঁহাতি স্পিনার টিপু সুলতান। আর এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাইপারফরম্যান্স দলে সুযোগ পেয়েছেন টিপু সুলতান। বুধবার থেকে শুরু হওয়ার এইচপির ক্যাম্পে আছেন যশোরের আর এক বাঁহাতি স্পিনার অরিদুল ইসলাম আকাশ। আকাশ সর্বশেষ ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ছিলেন। সম্প্রতি বাংলাদেশে সফরকারি আয়ারল্যান্ড দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলেও ছিলেন আকাশ।
এবারের দলে পারভেজ হোসেন ইমন, তানজীদ হাসান সাকিব, মাহমুদুল হাসান জয়দের মতো ক্রিকেটাররা আছেন। এছাড়া বোলারদের মধ্যে মৃত্যুঞ্জয় চৌধুরী, রকিবুল হাসানদের মতো আলোচিত বোলাররাও আছেন এই দলে। প্রথম ধাপে ক্রিকেটাররা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্প করবে। এই ধাপে ২৪ থেকে ৩১ মে মূলত ফিটনেস অনুশীলন হবে।
মিরপুরে ক্যাম্প শেষে ১ জুলাই থেকে ৮ জুলাই ক্যাম্প হবে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে। সেখান থেকে বগুড়ায় ক্যাম্প হবে ৯ জুলায় থেকে ২৬ জুলাই। শেষ দুই ধাপে ক্রিকেটারদের স্কিলের উন্নতি বাড়াতে অনুশীলন হবে।
২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ^কাপ খেলা টিপু সুলতান সর্বশেষ ঢাকা লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলেন। খুলনা বিভাগীয় দলের হয়ে খেলা টিপু লিগের প্রথম কয়েক ম্যাচ সুযোগ পাননি। ৮ এপ্রিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রথম একাদশে সুযোগ পান। ওই ম্যাচে ১০ ওভার হাত ঘুরিয়ে ৩৮ রানে নেন তিন উইকেট। তারপর যে ম্যাচেই সুযোগ পেয়েছেন সেই ম্যাচে উইকেট শিকারির ধারাবাহিকতা ধরে রাখেন। ৯ ম্যাচে ২৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহ তালিকায় উঠে আসেন ৫ নম্বরে। ৪.৮৭ ইকোনমি ও ১৫.২৬ গড়ে এই উইকেট নেন। ওয়ানডে ফরম্যাটের এ গড় ও ইকোনমি যে কোন ক্রিকেটারের জন্যই ঈর্ষণীয়। ৪৭ রানে নেন ৪ উইকেট নিয়ে সুপার লিগ পর্বে চ্যাম্পিয়ন আবাহনী ক্রীড়া চক্রের বিপক্ষে করেন সেরা পারফরম্যান্স।
টিপু সুলতান বলেন, হাই-পারফরম্যান্সে ক্যাম্পে মূলত বিভিন্ন স্কিল নিয়ে কাজ করা হয়। চেষ্টা করবো নতুন কিছু শেখার। আকাশ ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে ১৫ ইনিংসে ৩.৮৭ ইকোনমি ও ১৩.৭৬ গড়ে ৩৭ উইকেট নেন।